বৃষ্টির পানিতে ডুবে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু ।

 আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধিপ্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৮:৫৫ পিএম



ঢাকার ধামরাইয়ে মাটি কাটা গর্তে জমা বৃষ্টির পানিতে পড়ে ডুবে আব্দুল্লাহ (৬) ও হাফিজ (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন দুই ভাই।

রোববার (২৪ মার্চ) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত দুই শিশু ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের খাতরা এলাকার আব্দুল মালেকের ছেলে। আব্দুল মালেক ওই এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া বাসায় থেকে ইটভাঙার কাজ করতেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার একটি সড়কের পাশে গত কয়েক দিন আগে মাটি কাটায় একটি গর্ত খোঁড়েন জমির মালিক। শনিবার রাতের বৃষ্টিতে গর্তে পানি জমে। রবিবার দুপুরের দিকে খেলতে গিয়ে ওই গর্তে পড়ে যায় দুই শিশু।

দীর্ঘ সময় দুই সন্তানকে না পেয়ে তাদের খুঁজতে গিয়ে মা জানতে পারেন তারা ডোবায় পরে গেছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

আহাজারি করে শিশুদের বাবা আব্দুল মালেক বলেন, ‘খেলার সময় ছোট ছেলে হাকিম গর্তে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় ছেলে এগিয়ে গেলে সেও ওই গর্তের পানিতে পড়ে মারা যায়।’ দুই সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।

কুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) বোরহান উদ্দিন বলেন, ‘দুপুরের দিকে বাড়ির পাশে খেলার সময় একটি গর্তে পড়ে ডুবে তাদের মৃত্যু হয়। তারা আপন দুই ভাই। তাদের বাবা এখানে একটি বাড়িতে ভাড়া থেকে দিনমজুরির কাজ করে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন সিকদার বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন 






Post a Comment

Previous Post Next Post

Social bar

250 300

160 600