যৌন হয়রানির অভিযোগ, ঢাবি শিক্ষকের বিচারের দাবিতে মশাল মিছিল ।



 ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠার পর তার বিচার দাবিতে রোববার ক্যাম্পাসে টর্চলাইট মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠার পর তার বিচারের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।


 রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে মশাল মিছিল বের করে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিপীড়ন বিরোধী মশাল মিছিল' ব্যানারে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। এরপর সমাবেশ হয়।


 সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) বিশ্ববিদ্যালয় শাখার নেতা মোজাম্মেল হক বলেন, 'গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের অবিলম্বে তদন্ত হওয়া উচিত। তদন্তের সময় শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি দিতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি বিরোধী সেল বাস্তবায়নেরও দাবি জানান।


 বিপ্লবী ছাত্র জোটের বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী নুজিয়া হাসিন বলেন, একজন শিক্ষকের আচরণ একজন অভিভাবকের মতো হওয়া উচিত। কিন্তু কিছু শিক্ষক স্বৈরাচারী আচরণের মাধ্যমে শ্রেণিকক্ষকে কারাগারে পরিণত করেন। তাদের দুর্ব্যবহারের ভয়ে শিক্ষার্থীরা প্রায়ই শিকার হয় কিন্তু অভিযোগ করে না। এই ক্ষমতা কাঠামো পরিবর্তন প্রয়োজন. নারীবান্ধব ক্যাম্পাস দরকার। সেই উদ্যোগ নিলেই নিপীড়ন বন্ধ করা সম্ভব হবে।


 এর আগে দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে উপাচার্য এএসএম মাকসুদ কামালের কাছে কিছু প্রমাণসহ লিখিত অভিযোগ করেন ওই বিভাগের এক শিক্ষার্থী। এর আগে শনিবার প্রক্টর ড. মাকসুদুর রহমানের কাছে লিখিত অভিযোগও করেছেন।


 এদিকে, ২০২২ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী অধ্যাপকের ঘনিষ্ঠ এক শিক্ষার্থীর মাধ্যমে যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছেও অভিযোগ করেন তিনি।

আরও দেখুন 



Post a Comment

Previous Post Next Post

Social bar

250 300

160 600